সাহিত্য ডেস্ক :
রফিক লিটন
তৃষ্ণা
●
দেয়ালের দিকে তাকালেই তুমি ভেঙচি কাটো-
তোমার ভেঙচি অতিশয় সুন্দর। আনন্দ আনে।
ফুল আর পাখি। পাখি আর ফুল দুজনের সখ্যতা গড়ে তোলে। দেয়ালের দিকে তাকালেই তোমার মাত্রাজ্ঞান ঝরতে থাকে। তখন তুমি যথেষ্ট সন্দিগ্ধ।
আকাশের দিকে তাকালেই বড্ড ভাবুক ভাবো।
অভিমানী সুরে ঢেলে দাও কথার ফুলঝুড়ি।
তখন আদর্শ লিপি পড়ুয়া তনয়ার মতো
কথাগুলো হৃদয়ের অলিতেগলিতে ধ্বনিত হয়।
-মাথা বাঁকা ক’রে শুনে যাই অমৃত সেই বাণী।
বৃক্ষের দিকে তাকালেই তুমি অন্ধ ভাবতে থাকো।
নির্ভরশীলতার কোরাস গাইতে গাইতে ধুয়ে ফেলো
চৌদ্দপুরুষের ভিটেমাটি। চোখ দুটি তখন বৃক্ষের নিয়ন্ত্রিত শোভা দেখে পুঁটিমাছের মতো লাফায়।
আর পৃথিবীময় ছড়িয়ে দিই দুর্নিবার তৃষ্ণা।
তোমার দিকে তাকালেই তুমি নিজেকে সরিয়ে ফেলো।
একবার রসুই ঘরে আরেকবার আঙিনার দিকে।
অতিমাত্রায় তোমার ব্যস্ততা বেড়ে যায়। শপিংমল।
কেনাকাটা আর সৌন্দর্যের পসরা নিয়ে তালবাহানা
তোমার ছেলেমানুষীও আমাকে ভাবায়। ভেবে যাই।
—বলো, চোখজোড়া কাকে নিয়ে সময় কাটাবে?
………
Leave a Reply