আবার বাড়ল স্বর্ণের দাম
- Update Time : ০১:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দেশের বাজারে দুই দফা কমানোর পর স্বর্ণের অলংকারের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এবার ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।
বলা হয়েছে, মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ ও ইউএস নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, তেলের দরপতন এবং নানা জটিল সমীকরণের কারণে স্বর্ণের দাম বেড়েছে বিশ্ববাজারে।
জানা গেছে, বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের সোনার গয়না বিক্রি হয় ৭১ হাজার ৫০০ টাকায়। আগে ছিল ৬৯ হাজার ৫১৭ টাকা। ১৮ ক্যারেট বিক্রি হয় ৬২ হাজার ৭৫২ টাকায়, যা আগে ছিল ৬০ হাজার ৭৬৯ টাকা ভরি। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয় ৫২ হাজার ৪৩০ টাকায়। আগে ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা।
এসএস//