বিদেশিরা আয়ের ৭৫ শতাংশ এফসিএতে ট্রান্সফার করতে পারবেন

- Update Time : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৬ Time View
বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে বিদেশি কর্মীরা এখন থেকে প্রকৃত আয়ের ৭৫ শতাংশ অর্থ ফরেন কারেন্সি অ্যাকাউন্টে (এফসিএ) স্থানান্তর করতে পারবেন। তাদের সেবাদানকারী ব্যাংকগুলোর অনুরোধে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নেয়।
আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারি এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর অনুরোধে দেশে কর্মরত বিদেশি কর্মীদের লেনদেন আরও সহজ করা হয়েছে। এখন থেকে আয়ের ৭৫ শতাংশ অর্থ বিদেশি মুদ্রা (ফরেন কারেন্সি) অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।
তবে ডিলার ব্যাংকগুলোকে অবশ্যই ফরেন কারেন্সি অ্যাকাউন্টের অর্থ ব্যবহারের আগে টাকা জমার বিষয়টি নিশ্চিত করতে হবে। এর আগে বাংলাদেশ ব্যাংক বৈধ ওয়ার্ক পারমিটসহ বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের মাসিক আয়ের ৭৫ শতাংশ রেমিটেন্স করার অনুমতি দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী এখন থেকে বিদেশি কোম্পানির শাখা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় প্রতিষ্ঠিত কোম্পানির বিদেশি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৭৫ শতাংশ অর্থ ফরেন কারেন্সি অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।
এসএস//