শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশ ১৫ জানুয়ারি
- Update Time : ০৭:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : আগামী ১৫ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষা সচিব বলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রীপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহে এই অধ্যাদেশ জারি হয়ে যাবে। মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে সেটি বাতিল করা হয়। শিক্ষার্থীদের বিগত দুটি বোর্ড পরীক্ষার (জেএসসি এবং এসএসসি) ফলাফল গড় করে এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
এসএস//