শিরোনাম:
মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
- Update Time : ০১:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ০ Time View
জেলা প্রতিবেদক : মানিকগঞ্জে শনিরাম মালো (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ৬ জানুয়ারি সকাল দশটার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ওই এলাকার হরি মালোর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আটিগ্রাম ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন।
তিনি জানান, মানিকগঞ্জ জেলা শহরের একটি মিষ্টি তৈরির দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন শনিরাম মালো। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে বাড়ির পাশের একটি কৃষি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্তানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস//</