দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করলো রবি
- Update Time : ০২:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক: নতুন বছরের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ৬ জানুয়ারি শেয়ারবাজারে লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে রবি । এর মাধ্যমে কোম্পানিটি শেয়ার লেনদেন হওয়া ৯ কার্যদিবসই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করল।
দেশের শেয়ারবাজারের ইতিহাসে এর আগে কোনও কোম্পানি লেনদেন শুরুর প্রথম নয় কার্যদিবস টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারেনি। রবির আগে টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার রেকর্ড ছিল ওয়ালটনের। ওয়ালটনের শেয়ার দাম লেনদেন শুরুর প্রথম ৮ কার্যদিবস দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে।
নতুন বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ওয়ালটনের রেকর্ডে ভাগ বসায় রবি। বুধবার ওয়ালটনকে পেছনে ফেলে টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার রেকর্ড এককভাবে দখলে নিল এই মোবাইল অপারেটর কোম্পানিটি।
এদিন লেনদেনের শুরুতে ৪২ টাকা ৪০ পয়সা করে কোম্পানিটির ২৩ হাজার ৮৭০টি শেয়ার কেনার প্রস্তাব আসে। তবে এ দামে বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি।
এরপর কয়েক দফা দাম বেড়ে ৪৩ টাকা ৩০ পয়সা করে ১ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১১টি শেয়ার কেনার প্রস্তাব আসে। এর মাধ্যমে দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে কোম্পানিটি।
এরপরও কোম্পানিটির শেয়ার বিক্রির প্রস্তাব আসার ঘর খালি পড়ে রয়েছে। অর্থাৎ ক্রেতা থাকলেও শেয়ারের বিক্রেতা সঙ্কট রয়েছে।
এসএস//