সাত হাজারি রানের ক্লাবে উইলিয়ামসন
- Update Time : ০৫:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন প্রবেশ করলেন টেস্টে সাত হাজারি রানের ক্লাবে।
সাত হাজার থেকে ১২৩ রান দূরে থাকতে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে নামেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। শুধু তাই নয়, এই ম্যাচে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরিও হাঁকান তিনি। ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের শাসন করে খেলেন ২৩৮ রানের কাব্যিক এক ইনিংস।
ফাহিম আশরাফের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২৩৮ রান। ৩৬৪ বলের ইনিংসটি সাজানো ২৮টি চারে।
টেস্ট ইতিহাসে ৭ হাজার রানের মাইলফলক ছুঁতে তাকে খেলতে হয়েছে ১৪৪ ইনিংস। এই মাইলফলক স্পর্শ করতে গিয়ে পেছনে ফেলেছেন ব্রায়ান লারা, রিকি পন্টিংদের। ৭ হাজার রানে পৌঁছতে লারার লেগেছিল ১৪৬ আর পন্টিংয়ের লেগেছিল ১৪৫ ইনিংস। তবে এই তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। মাত্র ১২৬ ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এর আগে কিউইদের হয়ে ৭ হাজারি ক্লাবে নাম লেখান রস টেলর। এছাড়া কিউইদের হয়ে সর্বপ্রথম সাদা পোশাকে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
এসএস//