দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পেল না শ্রীলঙ্কা
- Update Time : ০৬:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে লঙ্কান বাহিনী। শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। প্রথম টেস্টে ইনিংস ও ৪৫ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দুই টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল ডি কক শিবির।
প্রথম ইনিংসে মাত্র ১৫৭ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ডিন এলগারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩০২ রান। দ্বিতীয় ইনিংসে একটু উন্নতি শ্রীলঙ্কার। করে ২১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় মাত্র ৬৭ রান। এমন লক্ষ্য প্রোটিয়ারা টপকে যায় বিনা উইকেটে, ১৩.২ ওভারে।
সোমবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫০ রান। ৯১ রানে অধিনায়ক করুনারত্নে ও ১৮ রানে ডিকভেলা ছিলেন অপরাজিত। মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে এদুজন নামেন মাঠে। মূলত এই দুজনের ব্যাটে শ্রীলঙ্কা যা করেছে। দুই অঙ্ক থেকে নিজের স্কোর তিন অঙ্কে নিয়ে যান করুনারত্নে। টেস্ট ক্যারিয়ারে করুনারত্নে পান দশম সেঞ্চুরির দেখা। শেষ পর্যন্ত তিনি আউট হন ১০৩ রানে নরটজির বলে। ১২৮ বলের ইনিংসে করুনা হাঁকিয়েছেন ১৯টি চার।
আগের দিনে ১৮ রানে অপরাজিত থাকা ডিকভেলা এদিনও যোগ করেন ১৮ রান। মোট ৩৬ রানে তিনি এনগিডির শিকার। এই দুজনের বিদায়ের পর শ্রীলঙ্কার কেউ কোমড় সোজা করে দাঁড়াতে পারেননি। ডি সিলভা (১৬) ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি নেন সর্বোচ্চ চার উইকেট। সিপামলা তিনটি, নরটজি দুটি, মাল্ডার একটি করে উইকেট লাভ করেন।
৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতেই দলকে জয় পাইয়ে দেন মারক্রাম ও ডিন এলগার। ৩৬ রানে মারক্রাম ও ৩১ রানে এলগার ছিলেন অপরাজিত।
এসএস//