সালমানের ২ ভাইয়ের বিরুদ্ধে এফআইআর
- Update Time : ০৪:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বিনোদন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস নিয়ে ভারতের সরকারের বিধি ভাঙার অভিযোগ উঠেছে বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খান, সোহেল খান ও তার ছেলে নির্বাণ খানের বিরুদ্ধে। তারা কোয়ারেন্টিনের নিয়ম মানেনি বলে অভিযোগ।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের মুম্বাই ফেরেন খান পরিবারের এই তিন সদস্য। নিয়ম অনুযায়ী তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার কথা। সেজন্য তারা হোটেলও বুক করেছিলেন। তবে সেখানে না থেকে বাড়িতে চলে গিয়েছিলেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ।
করোনা বিধি ভাঙায় তাদের বিরুদ্ধে বৃহন্নুম্বাই পৌরসভা (বিএমসি) খার থানায় ১৮৮ ও ২৬৯ ধারায় এফআইআরটি দায়ের করেছে।
বিএমসির অভিযোগে বলা হয়, তারা তিনজন (আরবাজ খান, সোহেল খান ও নির্বাণ খান) ২৫ ডিসেম্বর দুবাই থেকে মুম্বাই ফেরার পর তাদের একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা তা না করে বাড়িতে চলে যান। এরপর খবর পেয়ে সোমবার ৪ জানুয়ারি পৌরসভার এক কর্মকর্তা সোহেলের বাসভবন পরিদর্শন করেন। তখন সোহেল ওই কর্মকর্তাকে বলেন, তাদের তিনজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ, তাই তারা হোটেলে না গিয়ে বাড়িতে ফিরেছেন।
এরপরই বিএমসি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং থানায় অভিযোগ করে।
এসএস//