মনপুরায় ট্রলারডুবিতে শিশুসহ আহত ২০
- Update Time : ০২:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন শিশুসহ ২০ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজিরহাট ল্যান্ডিং স্টেশনসংলগ্ন মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা আয়শা বেগম (৭ মাস), তানজু বেগম (৫), রিপা বেগম (৩০), হেলাল (৫৫), জসিম (৫৫); দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০), স্বপ্না বেগম (৪০), রিপাত (৭), রেহানা (৩০), মুনতাহা (২), ফারজানা (৬); লালমোহন উপজেলার রুবেল (১৯), নোয়াখালীর নাজিম (২০) ও নুরনবীসহ (১৮) ২০ জন। তাদের মনপুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ট্রলারে থাকা অন্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষে নিশ্চিত করা হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মনপুরার মাস্টারহাট ঘাট থেকে ২০০ যাত্রী ও গবাধিপশু নিয়ে আলাউদ্দিন মাঝির যাত্রীবাহী ট্রলার নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটে যাচ্ছিল।
এসএস//