দক্ষিণখানে স্বামী স্ত্রীর ঝগড়ায় ৮ মাসের সন্তান খুন
- Update Time : ০২:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে মুন্সি মার্কেট এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে বাবা তার ৮ মাসের শিশুকে আছড়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম আব্দুল কাদের জিলানী রাব্বি। এ ঘটনায় শিশুর পিতা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার ৪ জানুয়ারি রাতে দক্ষিণখান থানা পুলিশ শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, দুপুর একটার দিকে সংবাদ পাই দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় লিটনের ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে পিতা রফিকুল ইসলাম তার ৮ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা করেছে। এই ঘটনার পরপরই রফিকুল ইসলামকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির মা রাহিমা খাতুন জানায়, বাসা ভাড়া দিতে না পারায় ফুফুর বাসায় গিয়ে উঠি। সেখানে এসেও রাব্বির বাবা ঝগড়া করে। একপর্যায়ে তিনি (রফিকুল ইসলাম) রাব্বিকে একাধিকবার ফ্লোরে আছাড় দিয়ে হত্যা করে।
জানা যায়, নিহত রাব্বির বাবা রফিকুল ইসলাম রিকশাচালক। দক্ষিণখান এলাকায় একটি বাসায় চার মাসের বাড়ি ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা তাদের বের করে দেয়।
এসএস//