শিরোনাম:
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু
- Update Time : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা আক্তার আশা (২২) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ছাত্রী।
গতকাল সোমবার ৪ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর মিরপুরের টেকনিকাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দারুস সালাম থানার পরিদর্শক সোহান আহমেদ জানান।
গনমাধ্যমকে তিনি বলেন, একটি ট্রাক চলন্ত মোটরবাইকটিকে পেছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। বাইকের চালক সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ময়নাতদন্তের জন্য আয়েশার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানান তিনি।
এসএস//