করোনা টিকা প্রয়োগ নীতিমালা চূড়ান্ত
- Update Time : ০১:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : করোনা টিকা প্রয়োগে ১৩৭ পৃষ্ঠার নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার ৫ জানুয়ারি বেলা ১১টার দিকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।
নীতিমালা অনুসারে টিকা দেশে আসার পরও প্রয়োগের প্রস্তুতি নিতে সময় লাগবে দুই মাস।
এর আগে সোমবার ৪ জানুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ এর ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দেন।
কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দিয়েছেন।
এদিকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি বাংলাদেশে ব্যবহারের আর কোনো বাধা থাকছে না।
এসএস//