শিরোনাম:
একনেকে করোনা ভ্যাকসিনসহ ৬ প্রকল্প অনুমোদন
- Update Time : ০৩:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৫৬৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন করেছে।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রী বলেন, আজকের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮৬৭ কোটি ৫৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ আসবে ৫ হাজার ৭০১ কোটি ৬৫ লাখ টাকা।
এসএস//