জিম্বাবুয়ের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- Update Time : ০৫:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে গত বছরের মে মাসে দেশটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত হয়েছিল।
সেই একই কারণে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-জেডসি।
সোমবার থেকে নতুন এক ঘরোয়া টুর্নামেন্ট শুরুর কথা ছিল জিম্বাবুয়েতে। সেই টুর্নামেন্টকেও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
রোববার এক বিবৃতিতে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কবলে পড়া সব সূচির নতুন সময় ঘোষণা করবে। বিশেষ করে ৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটিও নতুন সূচিতে আয়োজন করা হবে।
এমন স্থগিতাদেশে একেবারেই হতাশ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর।
সূত্র: ক্রিকইনফো, ক্রিকবাজ
এসএস//