সারাদেশ ডেস্ক : চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা বুধবার (৬ জানুয়ারি) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। দলীয় চেয়াপারসনের গুলশান কার্যালয় কিংবা সংশ্লিষ্ট জেলা বিএনপির কার্যালয় থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।
আজ সোমবার ৪ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ইতিপূর্বে জারিকৃত দলীয় নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফরম জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হল- নির্ধারিত ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১২ জানুয়ারি বিকাল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না। ১৫ জানুয়ারি চূড়ান্ত দলীয় মনোনয়ন প্রকাশ ও পরদিন প্রত্যায়নপত্র দেয়া হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি ৪র্থ দফায় ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply