এআইবিএল মিউচ্যুয়াল ফান্ড দর বৃদ্ধির শীর্ষে
- Update Time : ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ০ Time View
বিশেষ প্রতিবেদক : সোমবার ৪ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়ে ৯ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়ে ১২ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে।
জিবিবি পাওয়ার দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে।
এছাড়াও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানি হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, রবি আজিয়াটা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এসএস//