যুক্তরাষ্ট্রের রণতরী পারস্য উপসাগরে
- Update Time : ০৫:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : ইরানের প্রতিশোধের হুমকি দমিয়ে রাখতে পারস্য উপসাগরে রণতরী রেখে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন বার্তা জানিয়েছে পেন্টাগন।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হুমকির কারণে মার্কিন রণতরী ইউএসএস নিমিটজ তার আগের অবস্থানে থাকছে। গত বছরের নভেম্বর থেকে পারস্য উপসাগরে টহল দিয়ে আসছে ইউএসএস নিমিটজ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলার গত ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে প্রায় ১০ মাস ধরে জাহাজটি বাইরে মোতায়েনের পর সরাসরি দেশে ফেরার নির্দেশ দেন।
তবে মিলারের দেওয়া নতুন বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের দেওয়া সাম্প্রতিক হুমকির কারণে ইউএসএস নিমিটজকে নতুন নির্দেশানা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস নিমিটজ এখন মার্কিন সেন্ট্রাল কমান্ড অফ অপারেশন স্টেশনে থাকবে।
এদিকে ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে দেশটি।
এছাড়া গতকাল রবিবার বাগদাদে এবং বিভিন্ন শহরে সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ।
সূত্র: আল জাজিরা