মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত
- Update Time : ০১:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১ Time View
কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার কুলিয়ারচর উপজেলার কালীপ্রসাদ এলাকায় মালগাড়ির এক বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার ৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, ভোরে জামালপুর জেলার দুরমুট স্টেশন থেকে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম লাইনের ইমামবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কালিকাপ্রসাদ নামক স্থানে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ভৈরব-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এরই মধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, উদ্ধারকারী ট্রেন পৌঁছার পর লাইন স্বাভাবিক হতে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে।
এসএস//