শিরোনাম:
পেলের রেকর্ড ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- Update Time : ০২:০১:১২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ০ Time View
স্পোর্টস ডেস্ক : পেলের রেকর্ড ভেঙে দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে পেলের করা ৭৫৭ গোলের রেকর্ড ভাঙলেন সিআর সেভেন।
রোববার রাতে নতুন বছরের প্রথম ম্যাচটি ছিল রোনাল্ডোময়। এদিন উদিনেসের বিপক্ষে জোড়া গোল করেন ৫ বারের ব্যালেন ডিঅর জয়ী। আর এই জোড়া গোল করেই পেলেকে ছাড়িয়ে যান তিনি।
কিংবদন্তি পেলে এ পর্যন্ত করেছেন ৭৫৭ গোল। ক্যারিয়ারে সান্তোস ও নিউইয়র্ক কসমস ক্লাবের হয়ে খেলেছেন পেলে। এ দুই ক্লাবের হয়ে ৬৮০ গোল করেছেন ফুটবলের কালোমানিক। আর জাতীয় দলের জার্সিতে ৭৭ গোল করেন এই কিংবদন্তি।
রোববারের ম্যাচের পর রোনাল্ডোর সব মিলিয়ে গোলসংখ্যা দাঁড়াল ৭৫৮-এ। এর মধ্যে ক্লাবের হয়ে ৬৫৬ এবং জাতীয় দলের হয়ে ১০২টি গোল করেছেন রোনাল্ডো।
তথ্যসূত্র: দ্য সান, গিভ মি স্পোর্টস