২০২১ সালে ঘুরে দাড়াতে পারবে কি দেশের সিনেমা!
- Update Time : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ০ Time View
বিনোদন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার কারণে ২০২০ সালে চলচ্চিত্রে ছিল দুর্দিন। ডিসেম্বর ২০১৯ চিনের উহান প্রদেশে থেকে করোনা ভাইরাসের সৃষ্টি। যা পরবর্তিতে বিশ্বজুরে ছড়িয়ে পরে।
বাংলাদেশে ৮ই মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয় । তার আগে থেকেই দেশে এক ধরনের করোনার আতংক বিরাজ করছিল। দেশে এ ভাইরাসে প্রায় ৮ হাজারের মত লোক মারা গেছেন। বিশ্বজুরে মৃত্যুর সংখ্যা কয়েক লক্ষ্য, আক্রান্ত কোটি ছাড়িয়েছে বহু আগেই। এখনো এ মহামারি চলমান। এ মহামারির কারনে জীবনের প্রতিটি ক্ষেত্রেই নেতীবাচক প্রভাব পরেছে। যা থেকে বাদ যায়নি চলচিত্রশিল্পও।
গত বছর মাত্র ১৬টি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এর কোনোটিই ব্যবসা সফলতার তালিকায় নাম লেখাতে পারেনি। সে হিসেব অনুযায়ী চলচ্চিত্রে ভরাডুবির বছর ছিল ২০২০। এবার ২০২১ সালে অর্ধশতাধিক আশা জাগানিয়া সিনেমা রয়েছে। নির্মাণ কাজ শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাগুলো।
২০২০ সালে পরিচালক সমিতিতে নতুন ১১০টি সিনেমার নাম নিবন্ধন করা হয়। এর মধ্যে বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো বিগ বাজেটের তারকাবহুল। বিদ্রোহী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২, মিশন এক্সট্রিম, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, শান, বিক্ষোভ, কমান্ডো, জ্বীন, বান্ধব, মন দেব মন নেব, পরাণ, পাপ–পুণ্য, ক্যাসিনো সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে স্ফুলিঙ্গ, ১৯৭৫ সেইসব দিন, আদম, জ্যাম, গাঙচিল, বীরত্ব, ঢাকা ২০৪০, গিরগিটি, লাল মোরগের ঝুঁটি, পেয়ারার সুবাস সহ বেশ কিছু সিনেমার শুটিং প্রায় শেষের পথে।
করোনার কারণে দীর্ঘ সাত মাস দেশের সিনেমা হলগুলো বন্ধ ছিল। এদিকে বছরের শেষে প্রেক্ষাগৃহ খুললেও প্রযোজকগণ করোনা আতঙ্কে বিগ বাজেটেরে সিনেমা মুক্তি দেয়নি। অনেক সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি দেয়া হয়নি। যে কারণে বছরের শুরুতেই অর্ধ শতাধিক সিনেমা মুক্তির জন্য প্রস্তুত।
এসএস//