শিরোনাম:
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি
- Update Time : ০৩:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে চিঠি দেয়া হয়েছে।
আজ রোববার ৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বছরে মিয়ানমারের স্টেট কাউন্সিল দফতরের মন্ত্রী তিন সোয়েকে একটি চিঠি দেওয়া হয়েছে। ১ জানুয়ারি দেয়া এ চিঠিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপানও আমাদের সহযোগিতা করবে। মিয়ানমারে জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে ভারত এবং চীনও কাজ করছে। তারা সবাই চাইছে এ সংকটের সমাধান হোক।
এসএস//