যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৭ শিশুসহ নিহত ৯
- Update Time : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি এসইউভি এবং একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাত শিশুসহ দু’জন চালক মারা গেছেন। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সিএইচপি গতকাল শনিবার এ কথা জানিয়েছে। খবর দ্যা গার্ডিয়ান।
সংবাদ সম্মেলনে হাইওয়ে পেট্রোল জানায়, নিহত শিশুদের সবাই পূর্ব পরিচিত দুটি পরিবারের সদস্য যারা এক সঙ্গে ভ্রমণে বের হয়েছিল। এদের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে অ্যাভেনাল ও কোলিংয়ের মধ্যবর্তী রাস্তা স্টেট রুট ৩৩-দিয়ে যাওয়ার সময়, অপর দিক থেকে আসা ডজ জার্নি এসইউভির চালক নিয়ন্ত্রণ হারালে তাদের ফোর্ড পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে আগুন ধরে যায় এবং এতে থাকা শিশুসহ আট যাত্রীর সকলে এবং এসইউভি’র ড্রাইভার প্রাণ হারান।
হাইওয়ে টহল দলের ক্যাপ্টেন কেভিন ক্লেস জানান, পিকআপটিতে মাত্র ছয়টি সিটবেল্ট ছিল। এ সংঘর্ষের তদারকিতে থাকা কর্মকর্তাদের কাউন্সেলিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে। তিনি বলেন, এটি নিহতদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক, একই সঙ্গে আমাদের অফিসারদের জন্যও দুঃখজনক যে এই মর্মান্তিক দৃশ্য তাদের দেখতে হয়েছে।
এসএস//