দেশে ফিরেছেন সাকিব
- Update Time : ০৪:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মা শিরিন রেজাকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। রোববার ৩ জানুয়ারি সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
গেল ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলার সময় প্রথম কোয়ারিফায়ার খেলার আগের তিনি শ্বশুরের গুরুতর অসুস্থতার কথা শুনে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তবে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পূর্বেই তার শ্বশুরকে হারান।
দেশে ফিরে সাকিব বিমানবন্দরে আসছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলেছেন। তিনি জানান, এই ওয়ানডে ও টেস্ট সিরিজ জিততে চান। তবে হেরে গেলে সেটি হবে হতাশার।
ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজিকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। সেদিনই উইন্ডিজদের ঢাকায় আসার কথা রয়েছে।
আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। আর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।
এসএস//