জয়ে নতুন বছরে উজ্জীবিত রিয়াল
- Update Time : ০৪:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : জয়ে নতুন বছরে উজ্জীবিত রিয়ালকেই দেখা গেল। স্প্যানিশ লা লিগায় রোববার সেল্টা ভিগোকে ২-০ গোলে পরাজিত করেছে জিদানবাহিনী। দারুণ জয়ে নতুন বছর শুরু করা রিয়াল উঠে গেছে পয়েন্ট তালিকায় শীর্ষেও।
হারলেও এই ম্যাচে লড়াই করেছে বেশ সেল্টা ভিগো। বল পজিশনে ৫৯ ভাগ দখল ছিল দলটির। রিয়ালের (১) চেয়ে কর্নারও বেশি আদায় করেছিল সেল্টা (৫)। কিন্তু লক্ষ্যভেদেই পিছিয়ে ছিল দলটি।
লিগ টেবিলে আপাত শীর্ষে উঠল রিয়াল। ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৬। তিন ম্যাচ কম খেলা আটলেটিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে প্রতি আক্রমণে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বাঁ দিক থেকে আসেনসিওর দারুণ ক্রস খুঁজে পায় দূরের পোস্টে ভাসকেসকে। লাফিয়ে কোনাকুনি হেডে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড (১-০)।
গোল খেয়ে যেন আরো আক্রমণাত্মক হয়ে ওঠে নভেম্বরের শুরুতে দায়িত্ব নেওয়া এদুয়ার্দো কৌদেতের কোচিংয়ে পাল্টে যাওয়া সেল্টা। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে গত ছয় ম্যাচে ১৪টি গোল করা দলটি। রিয়াল পাল্টা আক্রমণে উঠলেও তেমন সুবিধা করতে পারছিল না তারা। বিরতির আগে অবশ্য সফরকারীরাও পারেনি কোর্তোয়াকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। সতীর্থের পা ঘুরে ডি-বক্সে বাঁ দিকে পাস দেন ভাসকেস এবং নিখুঁত শটে গোল করেন আসেনসিও (২-০)।
অতিরিক্ত সময়ে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েছিল সেল্টা। কিন্তু রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ঝাঁপিয়ে একটি ক্রস ঠেকানোর পর কাছ থেকে বায়েসার শট ব্লক করেন নাচো। শেষ অবধি চমক দেখিয়েও হারের স্বাদ নিতে হয় সেল্টাকে। ১৭ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে সেল্টা।
এসএস//