নতুন বছরেই বড়পর্দায় শাহরুখ খান
- Update Time : ০৬:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বিনোদন ডেস্ক : ২০২১ সালকে স্বাগত জানিয়ে নতুন বছরেই বড়পর্দায় ক্যামব্যাক করছেন শাহরুখ খান। শনিবার সকালে টুইটারে হাজির হন কিং খান। সেখানেই জানান ২০২১ সালের বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর। ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে কৌতুকের ছলে জানান, তার টিমের কেউ নেই বলেই নিজে নিজে সমস্ত আয়োজন করেছেন।
কিং খান আরো জানান, জীবনের পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না। তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে। তাই বলিউড বাদশার বিশ্বাস- নতুন বছর সমস্ত কিছু ভাল হবে। নতুন করে জীবন হাসবে।
নিজের এই শুভেচ্ছা বার্তার একেবারে শেষেই শাহরুখ বলেন, তাহলে ২০২১ সালে বড়পর্দায় দেখা হচ্ছে!
২০১৮ সালে ‘জিরো’র ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। গত বছরের শেষে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। শোনা গিয়েছে, ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করে ফেলেছেন কিং খান। তাই বছরের শুরুতেই সুখবর দিয়ে দিলেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত শাহরুখ-অনুরাগীরা। শুভেচ্ছা ও ভালবাসায় টুইটার ভরিয়ে দিয়েছেন তারা।
এসএস//