শিরোনাম:
হাসপাতালে ব্যারিস্টার মওদুদ
- Update Time : ০১:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৯ ডিসেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎধীন আছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি। শায়রুল কবির বলেন, মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল।
এখন তিনি অনেকটা সুস্থ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে করোনা নেগেটিভ আসে।
এসএস//