শিরোনাম:
সিরিয়ায় রুশ ঘাঁটির সামনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ
- Update Time : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : শুক্রবার সিরিয়ার রাক্কা প্রদেশে রুশ সামরিক ঘাঁটির সামনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দেশটিতে রাশিয়ার কোনো সামরিক ঘাঁটির সামনে এটাই প্রথম হামলার ঘটনা। খবর আরব নিউজের।
রাক্কার তালসামান এলাকায় শুক্রবার মধ্যরাতে ওই হামলায় বেশ কয়েকজর গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ।
কুর্দি অধ্যুষিত সিরীয় ওই অঞ্চলে রুশ সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় কোনো রাশিয়ান সেনা সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি।
হুরাস আল-দীন নামে একটি সশস্ত্র সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।
২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে রুশ বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।
এসএস//