শিরোনাম:
যেসব অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
- Update Time : ০৩:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রংপুর বিভাগসহ নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা এবং শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল শুক্রবার ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড এবং রাঙ্গামাটিতে।
আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে ।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।
এসএস//