মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম মারা গেছেন
- Update Time : ১০:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক: বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম আর নেই।
শনিবার ২ জানুয়ারি ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ খবর জানিয়েছেন। এতে বলা হয়, বাষট্টির ছাত্র আন্দোলন,ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম।
ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারালো।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং সংগ্রামী নেত্রী আয়েশা খানম৷ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন তিনি৷ ছাত্র জীবনে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
নেত্রকোনায় নিজ গ্রামে আয়শা খানমের লাশ দাফন করা হবে।
এসএস//