শিরোনাম:
পুরনো সব ছবি মুছে দিলেন দীপিকা
- Update Time : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব পুরনো ছবি মুছে দিয়েছেন দীপিকা পাডুকোন।
টুইটার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করেননি। কিন্তু ‘ডিলিট’ করে দিয়েছেন সব টুইট। সেখানে তার কোনো ছবি নেই। দীপিকার অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি মাত্র পোস্ট দেখা যাচ্ছে। আর সেটি একটি অডিয়ো স্টোরি। সেটি চালালে শোনা যাচ্ছে দীপিকারই কণ্ঠস্বর। তিনি বলেছেন, ২০২০ বছরটাই অনেক কিছু ঘটেছে। নতুন বছর যেন ভাল হয়, তার প্রত্যাশা করছেন তিনি।
টুইটারে প্রায় তিন কোটি ফলোয়ার রয়েছে দীপিকার। আর ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি। কেন দীপিকা এমন করলেন, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাঁর ফলোয়ারদের অনেকেই বিস্মিত। কেউ পোস্ট করছেন, ‘আপনি ফিরে আসুন’।
এসএস//