শিরোনাম:
সিরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২৫
- Update Time : ১২:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : সিরিয়ার বাসে হামলায় অন্তত ২৫ জন নাগরিক নিহত হয়েছে। বুধবার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা হমলা চালায় বলে জানিয়েছে সেখানকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। এসময় আরো ৩ জন আহত হয়েছে বলেও জানায় সংস্থাটি।
এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি করছে, ওই হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা চায়। দেশ দুটি শুরু থেকেই সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করে আসছে।
সূত্র: পার্সটুডে