শিরোনাম:
সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিলো চীন
- Update Time : ১২:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : সিনোফার্মের করোনার টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে চীন। বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো টিকার অনুমোদন দিলো দেশটি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিকার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তবে টিকাটির উন্নয়নকারী প্রতিষ্ঠান বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনিস্টিটিউ বুধবার জানিয়েছিল, অন্তর্বর্তী তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, করোনা প্রতিরোধে তাদের টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।
সিনোফার্মের টিকা চীনে অনুমোদন পাওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাত অনুমোদন দিয়েছিল। দেশটিতে ইতোমধ্যে এই টিকা দেওয়া শুরু হয়েছে।
করোনার টিকার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তুলনায় চীন ধীর গতিতে কাজ করেছে। কিছু নাগরিককে কয়েক মাস ধরে তিনটি ভিন্ন টিকার ডোজ দিয়েছে বেইজিং। এই টিকাগুলো এখন ট্রায়ালের শেষ ধাপে রয়েছে।
এসএস//