শিরোনাম:
সরকারি স্কুলে ভর্তির লটারি ৭ জানুয়ারি
- Update Time : ০৬:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ৭ জানুয়ারি অনলাইন লটারি হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আজ বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। ওই বয়সসীমা স্থগিত করে তা দুই দিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়।
এসএস//