বিশেষ প্রতিবেদক : রাজধানীতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর হাতিরঝিলে কোনো যানবাহন বা মানুষের প্রবেশ নিষেধ ।
হাতিরঝিলের প্রধান প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হবে। জনসাধারণকে হাতিরঝিল এলাকায় চলাচল না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ গনমাধ্যমকে জানান, পুলিশ কমিশনারের নির্দেশে সন্ধ্যার পরপরই হাতিরঝিলের চারপাশের প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হবে। কেউ এ এলাকায় থাকলে বের করে দেয়া হবে। হাতিরঝিল ও বাড্ডা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।
এর আগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ১৩টি নির্দেশনা দেয়া হয়। এর মধ্যে হাতিবঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে জনসমাগম না হয়, সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওই নির্দেশনায় থার্টি ফার্স্ট নাইটে আতশ বা পটকাবাজি ও অস্ত্র বহন করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
এসএস//
Leave a Reply