নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩১ক ধারা প্রতিপালনে সুপ্রিমকোর্ট সার্কুলার
- Update Time : ০৩:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ৬ Time View
নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৩১ক ধারার বিধান আবশ্যিকভাবে প্রতিপালনে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে সুপ্রিমকোর্ট প্রশাসন এক সার্কুলার জারি করেছে।
সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়, “নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৩১ক ধারার বিধান অনুযায়ি কোনো মামলা উক্ত আইনের ২০ ধারা উপধারা (৩) এ উল্লেখিত ১৮০ দিনের মধ্যে নিস্পত্তি না হওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল-কে উহার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের নিকট দাখিল করার এবং তার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করার সুনির্দিষ্ট বিধান রয়েছে। তাছাড়া উল্লেখিত ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে উহার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করার এবং তার একটি অনুলিপি বাংলাদেশ সুপ্রিমকোর্টে-এ প্রেরণ করার বিধান সন্নিবেশিত আছে।”
সার্কুলারে বলা হয়, উল্লেখিত বিধান যথাযথভাবে প্রতিপালন না হওয়ায় উহা আবশ্যিকভাবে প্রতিপালনে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে এ সার্কুলার জারি করা হয়েছে। এ সার্কুলারের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
ডিএ/এসএস//