সারাদেশ ডেস্ক : মহামারি করোনা ভ্যাকসিনের উপর মানুষের আস্থা বাড়াতে লাইভে এসে ভ্যাকসিন নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গতকাল মঙ্গলবার ২৯ ডিসেম্বর লাইভ টিভি অনুষ্ঠানে করোনা ভ্যাকসিন নিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস। কমলা যে হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।ওয়াশিংটন ডিসি-র ওই এলাকাটি অ্যাফ্রো-আমেরিকানের বেশি বসবাস। এবং চলতি করোনা মহামারীতে তাঁদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার অত্যন্ত বেশি। আবার এক সমীক্ষা বলছে, তাঁদের মধ্যে টিকা নেয়ার আগ্রহও সবচেয়ে কম। তাই জেনেশুনেই ওই এলাকার ইউনাইটেড মেডিক্যাল সেন্টারকে কমলা বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। কমলা হ্যারিস নিয়েছেন মডার্নার টিকা।
আমেরিকায় ভ্যাকসিন আসার কথা জানা গেলেও আশঙ্কার মধ্যে আছে আম-জনতা। তাঁরা মনে করছেন, ভ্যাকসিনে করোনা ঠিক হলেও, পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে। তাই জনগণের আতঙ্ক দূর করতে এবার আসরে নেমেছেন চার প্রাক্তন প্রেসিডেন্ট- জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিটন ও বারাক ওবামা।
এসএস//
Leave a Reply