শিরোনাম:
রাসিকে ৩১ ডিসেম্বরের মধ্যে পৌরকর দিলে ১৫ শতাংশ ছাড়
- Update Time : ০১:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ৪ Time View
সারাদেশ ডেস্ক : আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
গতকাল মঙ্গলবার ২৯ ডিসেম্বর এই ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা জানান, পৌরকর আদায়ে প্রত্যেক ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প বসানো হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পৌরকর পরিশোধ করা যাবে।
বকেয়া পৌরকর পরিশোধের ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ পাবেন নগরবাসী। এছাড়া হাল পাওনার ওপর বিধি অনুসারে বিভিন্ন সুযোগ-সুবিধা তো থাকছেই।
নগর সংস্থার কার্যক্রম গতিশীল করতে নিয়মিত পৌরকর পরিশোধেরও আহ্বান জানিয়েছে করপোরেশন।
এসএস//