যুক্তরাষ্ট্রের কলোরাডোতেও করোনার নতুন ধরন
- Update Time : ০১:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে। ব্রিটেনে প্রথম এ ভাইরাস শনাক্ত হওয়ার পর এটি এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন।
কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জারেড পোলিস মঙ্গলবার ২৯ ডিসেম্বর এক টুইট বার্তায় বলেন, ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাস আজ কলোরাডোতে শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ২০ বছর। সে আলবার্ট কাউন্টিতে আইসোলেশানে রয়েছে। তার কোনো ভ্রমণ ইতিহাস নেই। এমনকি তিনি কোনো আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শেও আসেননি।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কলোরাডোতে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাসটি যুক্তরাষ্ট্রে প্রথম। এ সপ্তাহ আগে কানাডায় নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছিল।
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস তিন হাজারেরও বেশি শনাক্ত হয়েছে।
এসএস//