পি কে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ
- Update Time : ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিশেষ প্রতিনিধি : এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ২৯ ডিসেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে. এম. ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) দুদক উপপরিচালক মো.সালাউদ্দিন।
শুনানি শেষে স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।
গত ২ ডিসেম্বর পি কে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারে পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।
পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের এমডি ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদারের বিদেশে পালিয়ে যান।
গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তায় আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে পি কে হালদারের বিরুদ্ধে করা সব মামলার নথি চায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
এসএস//