দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে
- Update Time : ১২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কমে এসেছে। গতকাল মঙ্গলবার ২৯ ডিসেম্বর খুলনা বিভাগ ও ১১টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।
আজ বুধবার ৩০ ডিসেম্বর পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া শৈত্যপ্রবাহ এখনও চলছে। এর মধ্যে কেবল ২৪ ডিসেম্বর দেশে শৈত্যপ্রবাহ ছিল না।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৪ দিনে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এসএস//