বরগুনায় অসুস্থ হরিণ উদ্ধার
- Update Time : ০৫:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বরগুনা প্রতিবেদক : জেলার পাথরঘাটা উপজেলায় হরিণঘাটার সৃজিত বন থেকে একটি অসুস্থ মাদী হরিণ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে বন বিভাগ নিয়মিত টহলের সময় হরিণঘাটা বনাঞ্চলের মাঝের চর থেকে হরিণটি উদ্ধার করে।
পাথরঘাটা বনবিভাগের হরিণঘাটা বন কেন্দ্রের বিট কর্মকর্তা সত্যতা নিশ্চিত করেছেন।
পাথরঘাটা সদর বিট অফিসার, হরিণঘাটা বিটের বন প্রহরীরা বুধবার সকালে ট্রলারযোগে প্রতিদিনের মতো টহলে বের হলে সদর ইউনিয়নের লালদিয়ার মাঝের চরে বনের ভেতরে একটি অসুস্থ হরিণ দেখতে পায়। পরে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যায়।
তিনি ধারণা করছেন, মাছ ধরার জন্য কিছু অসাধু জেলেরা রাতে জঙ্গলের মধ্যের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে। সকালে হরিণের পাল ওই বিষাক্ত পানি পান করে। এ সময় ওই হরিণটি অসুস্থ হয়ে পড়ে।
পাথরঘাটা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহবুবুল আলম সরকার জানান, হরিণের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে, এ কারণে ঘাড় নাড়াতে পারছে না। তাছাড়া বিষাক্ত পানি পান করে পেটে ফুট পয়জনিং হয়ে গ্যাস তৈরি হয়েছে বলে জানান তিনি।
এসএস//