ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত
- Update Time : ০৩:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ৩ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে অন্তত সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি মধ্য ক্রোয়েশিয়ায় আঘাত হানে।
উদ্ধারকারী কর্মীরা সারারাত জীবিতদের খোঁজে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপ পরিষ্কার করেছেন। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, পেট্রিনজা শহরে ১২ বছরের এক কন্যা শিশু মারা গেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গ্লিনা শহরের কাছে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। জাজিনায় একটি গির্জার ধ্বংসস্তূপে সপ্তম ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পেট্রিনজার মেয়র বলেছেন, ভূমিকম্পে শহরটির প্রায় অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। ধ্বংসাবশেষ থেকে লোকজনদের বের করে আনা হচ্ছে।
কর্মকর্তারা জানান, ভূমিকম্প পরবর্তী আফটারশকে আরও ক্ষয়ক্ষতি হওয়ায় রাতে অনেক লোক তাদের ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছিলেন। কিছু লোক তাদের গাড়িতেই ঘুমিয়েছেন বা অন্য এলাকায় আত্মীয়দের বাড়িতে থেকেছেন। প্রায় ২শ লোক মিলিটারি ব্যারাকে আশ্রয় নিয়েছেন।
ঘটনার পরপরই পেট্রিনজা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ। তিনি বলেন, সহযোগিতার জন্য সেনাবাহিনী আছে। পেট্রিনজা থেকে কিছু লোককে আমাদের সরিয়ে নিতে হবে কারণ এখানে থাকাটা নিরাপদ নয়।
এসএস//