শাহরুখের সাহায্যে তারকা হয়ে উঠলেন দীপিকা
- Update Time : ০২:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ভারতের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাডুকোন। মাত্র ১৯ বছর বয়সেই ‘ওম শান্তি ওম’দিয়ে সিনেমার জগতে পা দিয়েছিলেন তিনি।
প্রথমে মডেলিং করলেও অভিনয়ের অভিজ্ঞতা ছিল না কখনোই তার। ক্যামেরার সামনে উঁচু হিল পরে হাঁটার অভিজ্ঞতা ছিলো না তার। তবে তার সেই দুর্বলতাগুলোকে তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন বলিউড কিং খান শাহরুখ খানের সাহায্যে।
বর্তমান সময়ে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন দীপিকা। দীপিকা জানান, আমি আসলে প্রস্তুতই ছিলাম না এত বড় আয়োজনে আমার প্রথম সিনেমার জন্য। তবে সে সময় আমাকে সবকিছু শিখিয়েছেন শাহরুখ খান। পাশে ছিলেন সে ছবির পরিচালক ফারাহ খানও। সিনেমার পুরো কাজে তারা আমার সঙ্গে ছিলেন।আমি জানতাম ইন্ডাস্ট্রির অনেকেই আমার বিপক্ষে ছিল সে সময়। এমনও শুনেছি, আমার মত মডেলকে দিয়ে কখনোই সিনেমা সম্ভব নয়। আমি ফ্লপ হয়ে বিদায় নেবো। আমার কথা বলার ধরণ ও উচ্চারণ নিয়ে রীতিমতো হাসাহাসি করতো অনেকেই। একজন টিনেজার হিসেবে সব সমালোচনা মাথা পেতে নেয়া আমার পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। তবে কিছু ভালো মানুষ ছিলেন যাদের কারণে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। এক সময় আমাকে নিয়ে সমালোচনা আমার জ্বালানি হিসেবে কাজ করা শুরু করে দেয়। শাহরুখ আমাকে সেই শক্তি তৈরি করে দিয়েছিলেন।
সম্প্রতি ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কিং খান শাহরুখ এবং জন আব্রাহাম।
এসএস//