মেসির গোলে বার্সেলোনার বড় জয়
- Update Time : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির গোলে বার্সেলোনা বড় জয় পেয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভায়োদলিদের মাঠ থেকে ৩-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এ জয়ে রেকর্ড ৬৪৪তম গোলটি করেছেন মেসি। এছাড়া অবদান রেখেছেন ক্লেমেন্ত লংলে ও মার্টিন ব্রাথওয়েটের করা গোলেও। যার বছর শেষের আগে দারুণ জয়ই পেল কাতালান ক্লাবটি।
ভায়োদলিদকে তাদের মাটিতে হারিয়ে লিগে প্রতিপক্ষের মাঠে প্রায় তিন মাস পর জয়ের দেখা পেলো বার্সেলোনা। সবশেষ ১ অক্টোবর সেল্টা ভিগোর মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। এরপর হেরেছে গেটাফে, অ্যাটলেটিকো মাদ্রিদ ও কাদিজের কাছে; ড্র হয়েছিল আলাভেসের মাঠে খেলা ম্যাচটি।
প্রতিপক্ষের মাঠে সাম্প্রতিক এই হতাশার গল্পটা বদলে দিয়েছেন মেসিরা। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত সমান চাপে রেখেছেন ভায়োদলিদকে। ম্যাচের প্রথমার্ধে প্রায় পুরোটা সময় নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিলেন ভায়োদলিদের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।
তিন গোলের এ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এপর্যন্ত খেলা ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট রয়েছে তাদের। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুলিতে রয়েছে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট, ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের।
এসএস//