বিশেষ প্রতিবেদক : দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’ ভিড়েছে।
আজ মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জাহাজটি বন্দরের জেটিতে ভিড়ে। গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ির উদ্দেশে রওনা দেয় জাহাজটি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো.আতাউল হাকিম বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের অধীনে পরিচালিত হচ্ছে। আজ ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে আসে জাহাজটি। পরে চট্টগ্রাম বন্দরের নিজস্ব দুই সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারি-৮’ এর সাহায্যে জাহাজটিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে ভেড়ানো হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে করে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।
২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হওয়ার সময় ধরা হয়েছে।
এসএস//
Leave a Reply