সারাদেশ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লোহার ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে।
সোমবার ২৮ ডিসেম্বর উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুড়া গ্রাম থেকে এসআই সাদ্দামের নেতৃত্বে মেছো বাঘটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, কালাইনজুড়া গ্রামের পাশে একটি ঝোপে মেছো বাঘটি বাসস্থান গড়ে তোলে। ঝোপের পাশের খামার থেকে বাঘটি প্রায়ই হাঁস শিকার করত। মেছো বাঘটিকে ধরতে রাতে লোহার ফাঁদ ফেলে রাখেন কৃষক ফজর আলী। ফাঁদে বাঘটি ধরা পরার পর বানিয়াচং থানাকে অবহিত করা হয়।
খবর পেয়ে বাঘটিকে উদ্ধার করে হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রেহান মোহাম্মদের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, এসব পশু পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
কোথাও বাঘসহ বন্যপাখি বা পশু আটক করা হলে হত্যা না করে বানিয়াচং থানাকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের মাধ্যমে এসব পশুকে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
এসএস//
Leave a Reply