আফ্রিকান পেসারদের দাপটে ইনিংস পরাজয় শ্রীলঙ্কার
- Update Time : ০৬:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে বেশ দৃঢ়তার সঙ্গে ব্যাট করেছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাদেরকে খুঁজেই পাওয়া গেল না। অলআউট হয়ে গেলো মাত্র ১৮০ রানে। দক্ষিণ আফ্রিকান পেসারদের দাপটে শেষ পর্যন্ত ইনিংস পরাজয়ই হলো লঙ্কানদের। পরাজয়ের ব্যবধান এক ইনিংস ও ৪৫ রানে।
প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। তখনই মনে হচ্ছিল সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক বুঝি রানের বন্যা বয়ে যাবে। তেমনটা প্রমাণ করেছিল দক্ষিণ আফ্রিকাও। স্বাগতিকরা ব্যাট করতে নামার পরই বোঝা যাচ্ছিল না কোথায় গিয়ে থামবে।
শেষ পর্যন্ত তারা অলআউট হয় ৬২১ রানে। শ্রীলঙ্কার সামনে প্রথম ইনিংসেই লিড দাঁড় করিয়ে দেয় ২২৫ রানের। সবচেয়ে আক্ষেপের বিষয়, মাত্র ১ রানের জন্য জীবনের প্রথম ডাবল সেঞ্চুরিটা করতে পারলেন না সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। আউট হয়ে যান তিনি ১৯৯ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় মাত্র ১৮০ রানে। কুশল পেরেরা একাই যা লড়াই করেছিলেন। তিনি করেন সর্বোচ্চ ৬৪ রান। বাকিরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। আহত হওয়ার কারণে ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করতেই নামতে পারেননি।
এসএস//