সারাদেশ ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি ব্রিটেনে সংক্রমণের অনুরূপ ভিন্ন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়। খবর এএফপির।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানিয়েছে, এই তিন ব্যক্তি লন্ডনভিত্তিক পরিবারের সদস্য। ২২ ডিসেম্বর তারা দেশে আসেন। কেডিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আসার পর কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ধরা পড়ায় তাদের কোরেন্টিনে রাখা হয়েছিল।
এ মাসের শুরুর দিকে ভাইরাসের নতুন ধরনটি ব্রিটেনে এবং ইতোমধ্যে বেশ কটি ইউরোপীয় দেশ ও পাশাপাশি কানাডা, জর্ডান এবং জাপানে ছড়িয়ে পড়ে।
আরও বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে সংক্রমণ প্রতিরোধে ৫০টিরও বেশি দেশ ব্রিটেনের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে। দক্ষিণ কোরিয়াও সংক্রমণ প্রতিরোধে ব্রিটেন থেকে বিমান আসা নিষিদ্ধ করেছে।
এসএস//
Leave a Reply