২৪টি পৌরসভার ভোটগ্রহণ শেষ
- Update Time : ০৬:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ২৪টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলো । এখন চলছে ভোট গণনা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ২৪টি পৌরসভাতেই ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ পৌরসভায় ভোটার উপস্থিতি ভালো ছিল।
২৪টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্র গোলযোগের ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। সীতাকুণ্ড পৌরসভায় ভোটগ্রহণের শুরুতেই একটি কেন্দ্রে গোলযোগ হয়। এ কারণে ২৫ মিনিটের মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। পাবনার চাটমোহর পৌরসভার মেয়রপদে প্রতিদ্বন্দ্বী দুই স্বতন্ত্র প্রার্থী বেলা ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অনিয়মের অভিযোগ তুলে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি প্রার্থী ও খুলনার চালনার বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।
পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও কোনো কোনো পৌরসভার ভোট নিয়ে ভোটারদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে আঙুলের ছাপ না মেলা, বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকা।
এসএস//